“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

প্রভাতের অশ্রুধারায়

।। আ.জাহিদ রুদ্র ।।

(C)Image:ছবি












কটি বিষাদগ্রস্ত মোমবাতি জেগে আছে একা,
শূন্য চেয়ারে অপেক্ষার টুং টাং,
যথারীতি ব্লো যব কিবা ডগি স্টাইলে
স্বর্গামৃত যথেষ্ট একফোঁটা তে........
আড়ালে দেয়াল সেঁটে ফেভিকুইক অন্ধকার।
চশমার ওপাশে আবছাতে কারো হেঁটে যাওয়া,
 
বোধহয় আপেল টা ঝুলন্ত আজও-------
E=mc2
 
অন্ধকার দোল খায়,
গ্রামোফোনের অসচ্ছল আওয়াজে
স্টক মার্কেটের গ্রাফে ওঠে নামে |
ছায়ার ভিতর ছায়া 
ভাঁজে ভাঁজে গোজা
 
বৃদ্ধ যন্ত্রপাতির হিটলারি আইনে
কাক ওড়ে দেয়ালে দেয়ালে,
সভ‍্য ভৃত্যের হেঁয়ালি কমেন্ট
রেটিং গুনছে ১৪ নং মোড়ে,
ভিড় ফার্মেসি, বেলুন সংক্রান্তে
নির্বাচনী আলো এসে
খেয়ে ফেলে রঙ।
হালখাতার যজ্ঞ শেষে
'অমৃত কুম্ভ' সদনে
ব্রেণ্ডেড সেলোটেপ,
সাহস ভিজে খোপা বাঁধে
প্রসাধনী রেখেছে
চৌচির রন্ধ্রে |
●●●●●●●●●●●●●●●●●●●


কোন মন্তব্য নেই: