“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮

ফিরে আসি

।।   রফিক উদ্দিন লস্কর  ।।


(C)Image:ছবি








থাকবো না আর গ্রামে পড়ে
ছুটবো এবার শহরে,
কামাই করে আনবো টাকা
রাতে ফিরবো ঘরে।
গাঁয়ের সড়ক কাদা মাটির
শহরে তা পিচ ঢালা,
হর্ন বাজিয়ে ছুটছে গাড়ি
কানে
 লাগিয়ে তালা।
গাঁয়ের চাষি ফসল ফলায়
মাটির সাথে লড়াই,
যানজট আর ধুলো নিয়ে
শহরবাসীর বড়াই।
গাঁয়ের মাটি শীতল অতি
ছায়াতরুর সারি,
অট্টালিকায় ভর দুপুরে
শিশুর আহাজারি!
আমার প্রিয় গাঁয়ের মাটি
তোমায় ভালোবাসি,
হারিয়ে যাই রূপের মাঝে
তাইতো ফিরে আসি।




কোন মন্তব্য নেই: