।। রফিক উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
থাকবো
না আর গ্রামে পড়ে
ছুটবো এবার শহরে,
কামাই করে আনবো টাকা
রাতে ফিরবো ঘরে।
ছুটবো এবার শহরে,
কামাই করে আনবো টাকা
রাতে ফিরবো ঘরে।
গাঁয়ের
সড়ক কাদা মাটির
শহরে তা পিচ ঢালা,
হর্ন বাজিয়ে ছুটছে গাড়ি
কানে লাগিয়ে তালা।
শহরে তা পিচ ঢালা,
হর্ন বাজিয়ে ছুটছে গাড়ি
কানে লাগিয়ে তালা।
গাঁয়ের
চাষি ফসল ফলায়
মাটির সাথে লড়াই,
যানজট আর ধুলো নিয়ে
শহরবাসীর বড়াই।
মাটির সাথে লড়াই,
যানজট আর ধুলো নিয়ে
শহরবাসীর বড়াই।
গাঁয়ের
মাটি শীতল অতি
ছায়াতরুর সারি,
অট্টালিকায় ভর দুপুরে
শিশুর আহাজারি!
ছায়াতরুর সারি,
অট্টালিকায় ভর দুপুরে
শিশুর আহাজারি!
আমার
প্রিয় গাঁয়ের মাটি
তোমায় ভালোবাসি,
হারিয়ে যাই রূপের মাঝে
তাইতো ফিরে আসি।
তোমায় ভালোবাসি,
হারিয়ে যাই রূপের মাঝে
তাইতো ফিরে আসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন