সুপ্রদীপ দত্তরায়
আমার কবিতা
অনেকটা
যেন বাঁধ ভাঙ্গা বন্যার জল ।
তোমার
বুকে জমে থাকা যত দুঃখ শোক ভাসে
ধুয়ে
মুছে নিতে চাই কালান্তর কোন এক ক্ষণে ।
যেমনটি
সেই বানপানি, হঠাৎই আসে
ভাসিয়ে
দিয়ে দুপাশ তার
আবর্জনার
গতি হয় কালাপানির দেশে ।
আমার
কবিতা
অনেকটা
সেই পথের বাঁকে ঘাসফুল যত লতা
মাটির
কাছাকাছি,
যেখানে
তোমাদের দৃষ্টি কখনো পৌঁছতে পারে নি ।
আমার
সূক্ষ্মতা, আমার রঙের বৈচিত্র্য ,
তোমাদের
মনে কখনো আন্দোলন করে না সৃষ্টি
,
তবু
আমি ফুটবো তোমাদেরই প্রত্যাশাতে,
তোমাদের
আগমনের বার্তা পেয়ে, আমন্ত্রণের তরে।
আমার
কবিতা
লোকে
বলে প্রত্যেকটা এক একটা উইঢিবি ।
অসংখ্য
উইপোকার বাস।
তাদের
বুকের যন্ত্রণা, আর্তনাদ,
আমার
কবিতার সুবাস ।
যেখানে
অন্যায়,
কবিতা সেখানে প্রতিবাদ
কবিতায়
খুঁজি আমি , নিরলস মুক্তির স্বাদ ।
আসলে
কবিতা কখনোই আমার কাছে ঘাস ফুল লতা নয়
কবিতা
আমার তৃতীয়ভুবন, বারোমাস বসন্তময় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন