“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮

দুটি ছড়া



  ।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
(C)Image:ছবি

















(১)
সামনে পেলে
সালাম মারে !
আড়াল থেকে গালি...
বিপদেতে
পড়েছিলাম
বাজায় জোরে তালি...
(২)
নাতির পাশে
নানা আছে
নানার পাশে নাতি...
আগডাঙ্গাতে
গিয়েছিলাম
ফুলের মাতামাতি...


কোন মন্তব্য নেই: