“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

আলোর লিপি



 
।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি










কাশের বুকে জমাট বাঁধবো বলে 
উনুনের ধোঁয়ায় কতকাল, আগুনে পুড়েছি সুখ,
আগুনের ভেতর দেউলিয়া কাঠের শরীর
জ্বলে জ্বলে মুড়মুড়ে সংবাদ
দেয়ালে দেয়াল করেছে কালো,
কয়লায় ডুবে আলোর লিপি মিথ্যে সাদা ছাই।
প্রতিদিন আগুন জ্বালবার হালকা বাতাস আসে,
আকাশের বুকে জমাট বাঁধবো বলে
জাপটে ধরি আকাশের খালি বুক,
আগলে রাখি স্বপ্নভাঙা শূন্য, তবু...
মিশে যাই আর মুছে যেতে যেতে দেখি--
উনুনে অন্য কোনও প্রতিবেশীর কাঠের শরীর
লাল হয়ে উঠছে।


কোন মন্তব্য নেই: