।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
আকাশের
বুকে জমাট বাঁধবো বলে
উনুনের ধোঁয়ায় কতকাল, আগুনে পুড়েছি সুখ,
আগুনের ভেতর দেউলিয়া কাঠের শরীর
জ্বলে জ্বলে মুড়মুড়ে সংবাদ
দেয়ালে দেয়াল করেছে কালো,
কয়লায় ডুবে আলোর লিপি মিথ্যে সাদা ছাই।
উনুনের ধোঁয়ায় কতকাল, আগুনে পুড়েছি সুখ,
আগুনের ভেতর দেউলিয়া কাঠের শরীর
জ্বলে জ্বলে মুড়মুড়ে সংবাদ
দেয়ালে দেয়াল করেছে কালো,
কয়লায় ডুবে আলোর লিপি মিথ্যে সাদা ছাই।
প্রতিদিন
আগুন জ্বালবার হালকা বাতাস আসে,
আকাশের বুকে জমাট বাঁধবো বলে
জাপটে ধরি আকাশের খালি বুক,
আগলে রাখি স্বপ্নভাঙা শূন্য, তবু...
আকাশের বুকে জমাট বাঁধবো বলে
জাপটে ধরি আকাশের খালি বুক,
আগলে রাখি স্বপ্নভাঙা শূন্য, তবু...
মিশে
যাই আর মুছে যেতে যেতে দেখি--
উনুনে অন্য কোনও প্রতিবেশীর কাঠের শরীর
লাল হয়ে উঠছে।
উনুনে অন্য কোনও প্রতিবেশীর কাঠের শরীর
লাল হয়ে উঠছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন