।। রফিক
উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
জন্ম
নিয়ে এলাম ধরায়
মায়ের গর্ভ হতে,
মানুষ হয়ে চলবো মোরা
ধর্ম কর্মের পথে।
মায়ের গর্ভ হতে,
মানুষ হয়ে চলবো মোরা
ধর্ম কর্মের পথে।
আমরা
যাকে আল্লাহ বলি
তোমরা বল হরি,
এই দুনিয়ার মালিক তিনি
সব সময়ে স্মরি।
তোমরা বল হরি,
এই দুনিয়ার মালিক তিনি
সব সময়ে স্মরি।
যেই
ঘরেতে জন্ম নিলাম
সেই মতেই কর্ম,
ইচ্ছে করে নেইনি বেছে
কোনটা আমার ধর্ম।
সেই মতেই কর্ম,
ইচ্ছে করে নেইনি বেছে
কোনটা আমার ধর্ম।
মানবঘরে
জন্ম যখন
মানুষ হতে চাই,
ধর্ম আমার ধর্ম তোমার
পালন করে যাই।
মানুষ হতে চাই,
ধর্ম আমার ধর্ম তোমার
পালন করে যাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন