।। রফিক উদ্দিন লস্কর ।।
চোখ মেলে দেখি চারিদিকে মুত্যুর মিছিল
রাজপথ! সে ও ভীষণ রক্তাক্ত...
আর বাতাসে পাই মৃত্যুর ঘ্রাণ।
আমার বসবাস আজ বারুদের সাথে,
নিয়ম নীতিহীন এই ভ্রষ্ট সমাজে।
শহরের জটলায় শিশুর আর্তচিৎকার
রক্তচক্ষু দেখে থরথরি কাঁপে প্রাণ।
দোকানীর লাল লিকারে রক্তের স্বাদ
নৃশংসতার জ্যান্ত চিত্র...
একদম কাছ থেকে করি অবলোকন।
কর্ণকুহরে আসে অশনিসংকেত
তবুও যে পারিনা নৃশংস হতে।
আকাশে ছেড়ে দিলাম শান্তির পারাবত
শুধু অপেক্ষা! একদিন পাবো সংবাদ।
___________________________________
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন