।। অভীক কুমার
দে ।।
দুটি
পথ, আমি একা,
এক শরীর হাঁটে।
এক শরীর হাঁটে।
বিভাজিত
আমি পথ থেকে পথে
কত ফাঁকি কত কাঁটাতার বুকে
কেউ সুখে নাহয় অসুখে,
আমি একা, শরীর হাঁটে।
কত ফাঁকি কত কাঁটাতার বুকে
কেউ সুখে নাহয় অসুখে,
আমি একা, শরীর হাঁটে।
ভাষার
লাশ ভেসে উঠেছে যত
তত আমি সমুদ্র- শ্মশান বুকে
একা,
এক শরীর হাঁটে
যে ঘাটে ঘুমোতে আসে ঈশানের আলো
বুকের খাঁচা ভাগ করে ফেনি
মুহুরির নকল খতিয়ান হাতে
বাহারি পাহাড়ের কারুচাষি আমি,
ক্লান্ত।
তত আমি সমুদ্র- শ্মশান বুকে
একা,
এক শরীর হাঁটে
যে ঘাটে ঘুমোতে আসে ঈশানের আলো
বুকের খাঁচা ভাগ করে ফেনি
মুহুরির নকল খতিয়ান হাতে
বাহারি পাহাড়ের কারুচাষি আমি,
ক্লান্ত।
আজও
গোছানো হলো না কিছুই
সব পথ আর পতাকা অচেনা হয়ে যায়,
এক শরীর হাঁটে ঠিকানা বিহীন !
সব পথ আর পতাকা অচেনা হয়ে যায়,
এক শরীর হাঁটে ঠিকানা বিহীন !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন