।। রফিক
উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
নীল
আকাশে একটুকরো কালো মেঘ
বাতাসের বেগে এঘর থেকে ওঘর...
বিশাল পরিধির মাঝেও আজ নিঃস্ব।
পৃথিবী, মাটি ডাকছে যদিও
একটুও কোথায় থামবার সময় নেই।
সূর্যকে আড়াল দিয়ে বেশি রাখা যায়না,
প্রখর দীপ্তমূর্তি তার পরিচয় ঘটায়।
নীরব রাতে পূর্ণিমা চাঁদ খিলখিলে হাসে
গোপনে কথা চলে চন্দ্রিমার সাথে,
তবুও একক স্থানে স্বমহিমায় বিরাজিত।
একসময় বিষণ্ণতার দেয়াল টপকে
ঝরঝর করে অশ্রু ভাসায় নীরবে নির্জনে।
বাতাসের বেগে এঘর থেকে ওঘর...
বিশাল পরিধির মাঝেও আজ নিঃস্ব।
পৃথিবী, মাটি ডাকছে যদিও
একটুও কোথায় থামবার সময় নেই।
সূর্যকে আড়াল দিয়ে বেশি রাখা যায়না,
প্রখর দীপ্তমূর্তি তার পরিচয় ঘটায়।
নীরব রাতে পূর্ণিমা চাঁদ খিলখিলে হাসে
গোপনে কথা চলে চন্দ্রিমার সাথে,
তবুও একক স্থানে স্বমহিমায় বিরাজিত।
একসময় বিষণ্ণতার দেয়াল টপকে
ঝরঝর করে অশ্রু ভাসায় নীরবে নির্জনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন