“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

বিষণ্ণ আকাশ

।।    রফিক উদ্দিন লস্কর     ।।

(C)Image:ছবি









নীল আকাশে একটুকরো কালো মেঘ 
বাতাসের বেগে এঘর থেকে ওঘর...
বিশাল পরিধির মাঝেও আজ নিঃস্ব।
পৃথিবী, মাটি ডাকছে যদিও
একটুও কোথায় থামবার সময় নেই।
সূর্যকে আড়াল দিয়ে বেশি রাখা যায়না,
প্রখর দীপ্তমূর্তি তার পরিচয় ঘটায়।
নীরব রাতে পূর্ণিমা চাঁদ খিলখিলে হাসে
 
গোপনে কথা চলে চন্দ্রিমার সাথে,
তবুও
  একক স্থানে স্বমহিমায় বিরাজিত। 
একসময় বিষণ্ণতার দেয়াল টপকে
 
ঝরঝর করে অশ্রু ভাসায় নীরবে নির্জনে।


কোন মন্তব্য নেই: