সিক্তা বিশ্বাস
লাভের
খাতায় হিসেব রেখে
কাটছিল দিন আচার চেখে
মিঠা-নোনা টক-ঝালেতে ভরপুর
দুনিয়াদারিতে বিন্দাস বেখবর ...
তারিয়ে তারিয়ে চাখতে
কেমন মাতাল নেশাখোর...
আচার চাখা মনের মতন
বয়াম ফুরোনোর নেইকো যতন !
ফুরোলে ফুরোবে আবার হবে ...
আমেজিয়ানার খেয়াল রবে ,
মনের সুখে লুটোপুটি
জগৎ সংসার পরিপাটি
কখন চোরের লাগলো হাত
মোটেও হয়নি দৃকপাত !
অলক্ষ্যে সব হাতড়ে নিল
আচার বয়াম খোয়া গেল !
যখন শূন্যস্থানে পড়ল দৃষ্টি
লাভের খাতায় ঝড়ো-বৃষ্টি
হিসেব নিকেশ ভাসলো বানে !
তবু আশার চাখা স্মৃতির টানে ll
*********
কাটছিল দিন আচার চেখে
মিঠা-নোনা টক-ঝালেতে ভরপুর
দুনিয়াদারিতে বিন্দাস বেখবর ...
তারিয়ে তারিয়ে চাখতে
কেমন মাতাল নেশাখোর...
আচার চাখা মনের মতন
বয়াম ফুরোনোর নেইকো যতন !
ফুরোলে ফুরোবে আবার হবে ...
আমেজিয়ানার খেয়াল রবে ,
মনের সুখে লুটোপুটি
জগৎ সংসার পরিপাটি
কখন চোরের লাগলো হাত
মোটেও হয়নি দৃকপাত !
অলক্ষ্যে সব হাতড়ে নিল
আচার বয়াম খোয়া গেল !
যখন শূন্যস্থানে পড়ল দৃষ্টি
লাভের খাতায় ঝড়ো-বৃষ্টি
হিসেব নিকেশ ভাসলো বানে !
তবু আশার চাখা স্মৃতির টানে ll
*********
(ঝোড়োমেঘ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন