“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮

স্মৃতির টান








       


                
সিক্তা বিশ্বাস
  
লাভের খাতায় হিসেব রেখে 
কাটছিল দিন আচার চেখে
 
মিঠা-নোনা টক-ঝালেতে ভরপুর
  
দুনিয়াদারিতে বিন্দাস বেখবর ...
তারিয়ে তারিয়ে চাখতে
 
কেমন মাতাল নেশাখোর...
আচার চাখা মনের মতন
  
বয়াম ফুরোনোর নেইকো যতন !
ফুরোলে ফুরোবে আবার হবে ...
আমেজিয়ানার খেয়াল রবে ,
মনের সুখে লুটোপুটি
 
জগৎ সংসার পরিপাটি
 
কখন চোরের লাগলো হাত
 
মোটেও হয়নি দৃকপাত !
অলক্ষ্যে সব হাতড়ে নিল
আচার বয়াম খোয়া গেল !
যখন শূন্যস্থানে পড়ল দৃষ্টি
 
লাভের খাতায় ঝড়ো-বৃষ্টি
হিসেব নিকেশ ভাসলো বানে !
তবু আশার চাখা স্মৃতির টানে ll

         *********
 (ঝোড়োমেঘ)



কোন মন্তব্য নেই: