“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

ঈশ্বর ও সুখ

।। অভীক কুমার দে ।।

(C)image:ছবি









রে নাও, ঈশ্বর খুশি হলে কেউ সুখী হবে,
কিন্তু কে ?
গাছেরা টের পায়---
এখানে ভরপেট খাবার নেই, নৈবেদ্য ফুল,
তাই ভোরেই ভুলগুলো ভুলে যায় গাছ,
তবু কেন জানি অভ্যেস বদলাতে পারে না ঈশ্বর ও সুখ।
গাছেরা জানে, যেখানে সাপে শাপলায় প্রেম
ফুল তোলে কারা,
কার জন্য তোলে !
নেওয়া আর দেওয়ায় অঙ্গ ছিঁড়ে কার ?
কোন ঈশ্বর খুশি !
আমিও তুলি ফুল, তুমিও তোলো জালে,
ক্ষুধার্ত শরীর ভয় নিংড়ে ভিজে যায়
 
জলে, দুর্বল অবুঝ শরীর ভেসে ওঠে বিষে,
কেউ ভেসে ভাসিয়ে দেয় ভুল।


কোন মন্তব্য নেই: