।। অভীক কুমার
দে ।।
(C)image:ছবি |
ধরে
নাও, ঈশ্বর খুশি হলে কেউ সুখী হবে,
কিন্তু কে ?
গাছেরা টের পায়---
এখানে ভরপেট খাবার নেই, নৈবেদ্য ফুল,
তাই ভোরেই ভুলগুলো ভুলে যায় গাছ,
তবু কেন জানি অভ্যেস বদলাতে পারে না ঈশ্বর ও সুখ।
কিন্তু কে ?
গাছেরা টের পায়---
এখানে ভরপেট খাবার নেই, নৈবেদ্য ফুল,
তাই ভোরেই ভুলগুলো ভুলে যায় গাছ,
তবু কেন জানি অভ্যেস বদলাতে পারে না ঈশ্বর ও সুখ।
গাছেরা
জানে,
যেখানে সাপে শাপলায় প্রেম
ফুল তোলে কারা,
কার জন্য তোলে !
নেওয়া আর দেওয়ায় অঙ্গ ছিঁড়ে কার ?
কোন ঈশ্বর খুশি !
ফুল তোলে কারা,
কার জন্য তোলে !
নেওয়া আর দেওয়ায় অঙ্গ ছিঁড়ে কার ?
কোন ঈশ্বর খুশি !
আমিও
তুলি ফুল, তুমিও তোলো জালে,
ক্ষুধার্ত শরীর ভয় নিংড়ে ভিজে যায়
জলে, দুর্বল অবুঝ শরীর ভেসে ওঠে বিষে,
কেউ ভেসে ভাসিয়ে দেয় ভুল।
ক্ষুধার্ত শরীর ভয় নিংড়ে ভিজে যায়
জলে, দুর্বল অবুঝ শরীর ভেসে ওঠে বিষে,
কেউ ভেসে ভাসিয়ে দেয় ভুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন