।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
এত
রক্ত ! এত মৃত্যু !
আর কোন রঙে সাজাতে চাও মহাশরীর ?
আর কোন রঙে সাজাতে চাও মহাশরীর ?
সুন্দরকে
সাজাতে হয় না, সাজেও না।
বলি আর দানে চিরসুন্দর আমি
সাজতে হয় না,
সাজতে চাই না,
অথচ সাজাবে বলে কত যে রঙ ঢেলে দিলে !
বলি আর দানে চিরসুন্দর আমি
সাজতে হয় না,
সাজতে চাই না,
অথচ সাজাবে বলে কত যে রঙ ঢেলে দিলে !
কী
এমন রূপ দিতে চাও ?
ভিন্ন প্রলেপ আর প্রলোভন অযথা।
ভিন্ন প্রলেপ আর প্রলোভন অযথা।
আমার
রূপ রঙ শব্দ সবই সুন্দর,
সব রঙ ফিকে হয় সত্যের কাছে।
সব রঙ ফিকে হয় সত্যের কাছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন