“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮

মহাশরীর

।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি








ত রক্ত ! এত মৃত্যু !
আর কোন রঙে সাজাতে চাও মহাশরীর ?
সুন্দরকে সাজাতে হয় না, সাজেও না।
বলি আর দানে চিরসুন্দর আমি
সাজতে হয় না,
সাজতে চাই না,
অথচ সাজাবে বলে কত যে রঙ ঢেলে দিলে !
কী এমন রূপ দিতে চাও ?
ভিন্ন প্রলেপ আর প্রলোভন অযথা।
আমার রূপ রঙ শব্দ সবই সুন্দর,
সব রঙ ফিকে হয় সত্যের কাছে।


কোন মন্তব্য নেই: