“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

আসল কতা অইলো গিয়া

(C)Image:ছবি
  ।। অশোকানন্দ রায়বর্ধন ।।


ই বছরের আগিলা পুজাডা গনেইস্সাই ধইরা লাইছে পরিসংখ্যান দপ্তরের খাতাপত্রে অহন পইরযন্ত দুই হাজার সারে আঢারডা গণেশপুজার পাত্তা পাওয়া গেছে এইডা খালি আগরতলা শহরের হিসাব   মমস্সলেরটি অহনঅ আইয়া সারছে না নেট খারাপ বিশ্বকর্মা ঠাউর রওনা দিবার লগে লগেঅই  তার স্যাটেলাইট ইনডাসটিকের কর্মীরা যে যার বাইৎ গেছেগা গিরস্ত বাইৎ গেলেগা খেতের কামলারা যেমুন করে আরকী না আসল কতা অইলো গিয়া হিসাবটা ভেজাইল্লা লাগতাছে আবার সারে কেরে?  এইডা কুন হিসাব ?  দ্যাবতার আবার আধা কী?  না আসল কতা অইলো গিয়া মিনিসিপালির থিক্কা যহন গনাত বাইর অইলো তহন দেহা গেল কুনু কুন চুমুনির ধারে গণেশ ঠাকুররে একলা ফালাইয়া ভক্তরা নেশামুক্ত পরিবেশ সৃষ্টি করনের লাইগ্গা হিয়ানতে সইরা গেছে কী করন যায়, বছরের পর বছর ইট্টু ঠাণ্ডা গরমের ব্যাপার চইল্লা আইছে পট কইরা তো আর বাদ দেঅন যায়না মানসম্মানের একটা পেসটিজ আছেনা এর লাইগ্গা গনইন্নারা গিয়া তথ্য লেহনের লাইগ্গা কেউরে পাইছেনা ঠাউর বুইল্লা কতা বাদ দেয় ক্যামনে মিনিসিপালির প্রণববাবু সাব্যস্তের মানুষ নাটক পরিচালনা করেন গুণী মানুষ চিকন বুদ্ধিও আছে তাইনের বুদ্ধি একখান বাইর করলেন মানুষ নাই দেবতা আছে এমুন যে কয়ডা পাইবেন অদ্দেক হিসাব ধইরা লান বার বার কী আর আঅন যাইব'? সাপঅ মরল', লাডিঅ বাংলনা হেমনে যাইয়া এই হিসাডা খারাইছে
আসল কতা অইলো গিয়া গণেইশ্শা পূজার বাজারটা কেমনে ধরছে দ্যাহেন আগরতলা শহরের চুমুনিডির কুনকুনুডার মইদ্দে শনিবার শনিবারে শনিপূজা অয় ইডারঅ বাচ্ছরিক পূজা আছে কুনুকুনু জাগাৎ আগরতলার শনিঠাকুর খুব জাগ্রত চুমুনির মইদ্দে একছিডেন অইলেঅই শনিপূজা শুরু অইআ যায় এই শহরে শনিতলা বুইল্লা একটা জাগাঅ আছে কিন্তু মহাদেবতলা নাই, দুগ্গাতলা নাই, লক্খীতলা নাই, কাত্তিকতলা নাই আর কত কমু শনির ইহানঅ খুব নাম ডাক তাইনেই ছেলিব্রিটি আগরতলার ওপেন ফিল্ডে গণপতি ঠাকুরের আগমনে এইবার পরের দিনের শনিপূজাডিও মাইর খাইছে শনিপূজার কয়দিন আগের থিক্কা লাইটিং মাইক মিল্লা রাস্তার মইদ্দে একটা অরন্ডি লাইগ্গা যাইত এইবার গণপতি বাপ্পা মোরিয়া শনিরে মুড়াইয়া লাইছে মাথা বদলাইয়া দেওননি ছুডুবেলা? মামা গো! বুজছিলা হাতির মাথাৎ কুনুতা ধরতোনা তুমি রাজত্ব করবা? আর অইতোনা পঁচিশ বছর বহুত করছ' আর জ্বালাইওনা ( ছরি,  কেউ রাজনীতিৎ নিয়েননা)  আসল কতা অইলো গিয়া শনিঠাউর গত শনিবার জমাইতেই পারলেননা মাইক, লাইটিং,  থার্মোকলের বাটিৎ খিচুড়ি, ফাইড রাইস কুনুতানেই কুনু কাম অইলনা হগ্গলতে এইবার ডাইটিং না করইন্না দেবতাডার দিকে ফিরা দৌড় লাগাইছে কেমনে এই দেহডা লইআ সুগার টুগার ছাড়া বাঁইচ্চা থাহন যায় ইডাঅই জানত' চায় হক্কলে ডাক্তারের চরণে ট্যাহা ঢালতে ঢালতে ফতুর হ্যাকজন শনিঠাউর অ আর কিতা করতাইন বয়সঅ অইছে কোপের দৃষ্টিও নাই হাই পাওয়ার চশমা লাগে কি আর করন যায় কালের কাল বাইস্সা কাল,  ছাগলে চাডে বাঘের গাল আবছা দৃষ্টিতে  ভাইগনা গণেশের মন্ডবের দিকে চাইয়াই রইছেন সামনে দিয়া ঢাক বাজাইয়া, ট্রাকঅ উডাইয়া গণেশরে লইয়া যাইতাছে মাইনষে গণেশে নামে ধ্বনি দিতাছে গো!  মনে পডে হেই গানডা- ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়! 

               এইত গেল শনি ঠাউরের দুর্দশার কথা আর আজগা দেহি বিশ্বকর্মারঅ মাথাৎ বারি পড়ছে তাইনে সক্কালবেলা মাডিৎ লাইম্মাঅই টের পাইয়া লাইছইন  এবছরের ভাইল বালানা আসল কতা অইলো গিয়া কয়দিন আগে গণেশ ঠাউরের পূজার মাইদ্দে মাইনষে যেমনে লামছে আর চান্দা টান্দা দিয়া হাত খালি কইরা লাইছে খরচাপাতি করছে বিশ্বকর্মার চাপটা যেমন নেওন যাইতাছেনা মাইনষের হাতঅ ট্যাহা পইসা কিচ্চু নাই অন্যান্য বছর বিশ্বকর্মা পূজার দিন কুনুক্কানঅ যাওন যাইতোনা গাড়ি রিসকার অভাবে পূজার আগে মানে দুফরের পরে ছাড়া রাস্তাৎ বাইর অইতনা গাড়ি টারি এইবার এমন কিচ্চু সমস্যা নাই হগ্গলে ট্যাহা কামানির ধান্দাৎ লাগছে সহাল থিক্কা কুনসময় পূজা দিল',  কুনসময় কিতা অইল চার দুহানের  কুনাৎ যাইয়া বিশ্বকর্মা পুরিতরকারির অর্ডার দিয়া নিরিবিলি খাইতাছ্ল দুই একটা কথার আওয়াজ কানঅ বারি দিল ছয়-সাতমাস দইরা রুজি নাই, রেগার কাম নাই, কন্টাক্টরি নাই , কর্মচারীরার পে- কমিশনডাও ঝুলতাছে মাইনষের হাতঅ ট্যাহা পইসা আছে আর কত, থাকবঅ কত আহ হায়রে কী ব্যারাছেরার মাইদ্দে আইলাম- বিশ্বকর্মা মনে মনে কয় মনে মনে আবার হাসেঅ কদিন পরে ত বড় বৌদিঅ বাপের বাড়িৎ আইব আইবার সময় দেইক্কা আইছে কোমারে আঁচল প্যাঁচাইয়া বড়দার লগে ঝগড়া করতাছে বড়বৌদি বাপের বারিৎ আইঅনের লাইগ্গা আর ইহানঅ যে ভাতিজা বাজারডার দহল লইয়া লাইছে তাইনে কইতারবনি
            দুহানদাররে টিফিনের ট্যাহাডা দিয়া বাইর অইয়া একটা বিড়ি ধরাইয়া সুখটান দিল বিশ্বকর্মা চুমুনির মাঝখানঅ বিড়ি জ্বালাইছে পুলিশে ধরবনি ব্যাডারে আরেনা বিশ্বকর্মা জানে, ইহানঅ আইন অয় মানন লাগেনা গাড়িৎ উডেন, অটুৎ উডেন য্যামনে মন্দের হ্যামনে ভাড়া লইতাছে যাত্রী লইতাছে রাজ্যরে নেশামুক্ত করতাছে আবার মদের বার খুইল্লা দিতাছে সাপের মুহঅ চুমা চলে আবার ব্যাঙের মুহেঅ আসল কতা অইলগিয়া বড় বৌদিরে একটা ফুন করন লাগে ভাতিজার কান্ডকীর্তিডা জানান দরকার কদিন আগে বৌদি একটা মুবাইল লইআ আইছিল একটা সিম লাগাইয়া দেওনের লাইগ্গা একটা নিজস্ব মুবাইলের খুব দরকার ভক্তরা ফুন করে লক্কু-সরুর মোবাইলে তারা বিরক্ত অয় তারার গেইম খেলায় ডিসটাপ অয় একজন ভক্ত গতমাসে দিল মুবাইলডা বিশ্বকর্মা তার সিমের টাল থিক্কা একটা স্পেশাল নম্বরের সিম লাগাইয়া দিল মুবাইলডাৎ নম্বরটা মনে থাকার মতো আবার নিরাপদও পাঁচটা পাঁচ আর তিনটা তিন দিয়া নম্বরটা বৌদিরে বুঝাইয়া কইল নম্বরের ব্যাখ্যা পাঁচটা পাঁচ মানে বড়দার পঞ্চানন আর তিনটা তিন অইলো আপনার ত্রিনয়ন সব মিলাইয়া দশ ডিজিটের নম্বর বৌদি খুব খুশি পহেটতে নিজের মুবাইলডা বাইর করল বিশ্বকর্মা নম্বরটা মনে আছে ফাইভ ফাইভ ফাইভ ফাইভ ফাইভ থ্রি থ্রি থ্রি...... হ্যালো, হ্যালো, হ্যালো বৌদি আমি বিশু কইতাছি আরে!  রিং অয় কাইট্টা আবার করে এবার কয় নট রিচেবল আবার নেটওয়ার্ক ষেত্র সে বাহার হ্যায় আবার ট্রাই করে হুরুজা সুইচ্ড অফ মোবাইল কুম্পানিডিও যে ... আরে স্বর্গে তো বিশ্বকর্মারই নেটওয়ার্ক চলে কারে দুষতাছে তাইলে কী তার কর্মচারীরা? আসল কতা অইলো গিয়া..........

কোন মন্তব্য নেই: