“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

সবার চেয়ে সুখী

(C)Image:ছবি















।।   রফিক উদ্দিন লস্কর  ।।

কাকের ডাকে জাগলো পাড়া
ভাঙলো সবার ঘুম,
ঐ পাখনা মেলে প্রজাপতি
দেয় ফুলেতে চুম।
দোয়েল পাখি শিস দিয়ে যায়
বাজে খোকার কানে,
সে বকুল তলায় সবার আগে
বিভোর থাকে গানে।
ফুল কুড়াতে ছুটছে খুকি
সকাল সকাল আজ,
ঘরের মাঝে রেখে গেছে
হরেক রকম কাজ।
বাড়লে বেলা ফিরবে ঘরে
বকুনি খাবে মা
,
তবুও সে যে যায় ছুটিয়ে
নেই কোন ভয় তার।
ফুলের সুবাস গায়ে মেখে
ফিরলে ঘরে খুকি,
ভাবতে থাকে এই জগতে
সে সবার চেয়ে সুখী

_________
নিতাইনগর,হাইলাকান্দি।
(আসাম-ভারত)


কোন মন্তব্য নেই: