।। রফিক উদ্দিন লস্কর ।।
কাকের ডাকে জাগলো পাড়া
ভাঙলো সবার ঘুম,
ঐ পাখনা মেলে প্রজাপতি
দেয় ফুলেতে চুম।
কাকের ডাকে জাগলো পাড়া
ভাঙলো সবার ঘুম,
ঐ পাখনা মেলে প্রজাপতি
দেয় ফুলেতে চুম।
দোয়েল
পাখি শিস দিয়ে যায়
বাজে খোকার কানে,
সে বকুল তলায় সবার আগে
বিভোর থাকে গানে।
বাজে খোকার কানে,
সে বকুল তলায় সবার আগে
বিভোর থাকে গানে।
ফুল
কুড়াতে ছুটছে খুকি
সকাল সকাল আজ,
ঘরের মাঝে রেখে গেছে
হরেক রকম কাজ।
সকাল সকাল আজ,
ঘরের মাঝে রেখে গেছে
হরেক রকম কাজ।
বাড়লে
বেলা ফিরবে ঘরে
বকুনি খাবে মা’র,
তবুও সে যে যায় ছুটিয়ে
নেই কোন ভয় তার।
বকুনি খাবে মা’র,
তবুও সে যে যায় ছুটিয়ে
নেই কোন ভয় তার।
ফুলের
সুবাস গায়ে মেখে
ফিরলে ঘরে খুকি,
ভাবতে থাকে এই জগতে
সে সবার চেয়ে সুখী।
_________
নিতাইনগর,হাইলাকান্দি।
(আসাম-ভারত)
ফিরলে ঘরে খুকি,
ভাবতে থাকে এই জগতে
সে সবার চেয়ে সুখী।
_________
নিতাইনগর,হাইলাকান্দি।
(আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন