(C)Image:ছবি |
।। অভীক কুমার
দে ।।
ততটা
শূন্যতা বাইরে নেই, যতটা ভেতরে।
ভেতর
খুঁজে দেখি--
ভেতর ফাটে, শূন্য হাঁটে।
ভেতর ফাটে, শূন্য হাঁটে।
আগুন
পুষে রাখা পৃথিবী আর মানুষ
নিজের গায়েই রক্তবমি করে।
নিজের গায়েই রক্তবমি করে।
হাসপাতালের
বিছানায় জন্মবীজ
খোঁজে ভ্রাম্যমাণ লাশঘরের ঠিকানা।
খোঁজে ভ্রাম্যমাণ লাশঘরের ঠিকানা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন