।। আ. জাহিদ রুদ্র।।
(C)Image:ছবি |
দ্যাখো অবুঝ বর্ষা নয় পতনের কান্না
ক্ষয়িষ্ণু অঙ্গিকার শুধু স্বনির্বাসন
আস্তিনে লুকানো বিমূর্ত সম্ভাষণ
পৌরুষ খোশগল্পে নৈঋত মূর্তি ছায়া।
সময়ের বিজ্ঞাপন মিছে করে মায়া
ভুলে যাওয়া সম্পর্ক স্পষ্ট বিশেষণ
আত্ম অহংকারী শিরনীতে আয়োজন
আড়ালে অন্তর মেকি অন্য রূপী হায়া।
ক্ষয়িষ্ণু অঙ্গিকার শুধু স্বনির্বাসন
আস্তিনে লুকানো বিমূর্ত সম্ভাষণ
পৌরুষ খোশগল্পে নৈঋত মূর্তি ছায়া।
সময়ের বিজ্ঞাপন মিছে করে মায়া
ভুলে যাওয়া সম্পর্ক স্পষ্ট বিশেষণ
আত্ম অহংকারী শিরনীতে আয়োজন
আড়ালে অন্তর মেকি অন্য রূপী হায়া।
ভদ্রের
মাঝে ভ্রূণের মিথ্যা বিশ্বাস
মানবতা বেসুরা 'ধ' শব্দ বিষ পানে
অন্ধ রাজত্বে এই হতভাগা পৃথিবী।
অনুযোগ অভিযোগ আধমরা শ্বাস
বিনয় দুঃস্বপ্ন স্তব্ধ ব্যথাতুর টানে
সংহতি দুর্বল সীমান্তে অন্ধ বিভূতি।
মানবতা বেসুরা 'ধ' শব্দ বিষ পানে
অন্ধ রাজত্বে এই হতভাগা পৃথিবী।
অনুযোগ অভিযোগ আধমরা শ্বাস
বিনয় দুঃস্বপ্ন স্তব্ধ ব্যথাতুর টানে
সংহতি দুর্বল সীমান্তে অন্ধ বিভূতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন