।। সিক্তা বিশ্বাস ।।
এ কোন সময়ে পানসি
সাজায় ----
জীবনরাগের এ কোন বেলায়
মাঝী মত্ত কোন সে খেলায়
মন্থর গতি নাওয়ের চলায় l
জীবনরাগের এ কোন বেলায়
মাঝী মত্ত কোন সে খেলায়
মন্থর গতি নাওয়ের চলায় l
জীবন শেখায় বৈঠা বাওয়া
বিপরীত ঠেকে স্রোতের হাওয়া !
তবুও আশা মনে বাসা
জীবন-বিস্ময় বড়ই খাসা l
বিপরীত ঠেকে স্রোতের হাওয়া !
তবুও আশা মনে বাসা
জীবন-বিস্ময় বড়ই খাসা l
বিধির বাঁধন কঠিন জীবন
কি করে হয় আশার সেচন
ধাপে ধাপে ঝড়ের মাতন
ঘাত-প্ৰতিঘাতে ইচ্ছে দমন !
কি করে হয় আশার সেচন
ধাপে ধাপে ঝড়ের মাতন
ঘাত-প্ৰতিঘাতে ইচ্ছে দমন !
দিনে দিনে ইচ্ছে দান
কিসের ইচ্ছে কিসের মান !
অন্তরজ্বালায় বিষবৎ জ্ঞান
এ'কি জীবনাঙ্কের ফলপ্রদান !
************
কিসের ইচ্ছে কিসের মান !
অন্তরজ্বালায় বিষবৎ জ্ঞান
এ'কি জীবনাঙ্কের ফলপ্রদান !
************
(ঝোড়োমেঘ)
২৮ - ৯ - ১৮ ইং ,
শিলং l
২৮ - ৯ - ১৮ ইং ,
শিলং l
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন