“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮

জীবনাঙ্ক


               















   ।। সিক্তা বিশ্বাস ।।

                        
কোন সময়ে পানসি সাজায় ----
জীবনরাগের এ কোন বেলায়
মাঝী মত্ত কোন সে খেলায়
মন্থর গতি নাওয়ের চলায় l
জীবন শেখায় বৈঠা বাওয়া 
বিপরীত ঠেকে স্রোতের হাওয়া !
তবুও আশা মনে বাসা
জীবন-বিস্ময় বড়ই খাসা l
বিধির বাঁধন কঠিন জীবন 
কি করে হয় আশার সেচন
 
ধাপে ধাপে ঝড়ের মাতন
 
ঘাত-প্ৰতিঘাতে ইচ্ছে দমন !
দিনে দিনে ইচ্ছে দান 
কিসের ইচ্ছে কিসের মান !
অন্তরজ্বালায় বিষবৎ জ্ঞান
'কি জীবনাঙ্কের ফলপ্রদান !
   
             ************
(ঝোড়োমেঘ)
                       ২৮ - ৯ - ১৮ ইং ,
                        শিলং l

কোন মন্তব্য নেই: