“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮

কতদিন কে মনে রাখে কারে

 
  
      








  ।। সিক্তা বিশ্বাস ।।
            
      

তদিন কে মনে রাখে কা'রে !
এ যে আবিষ্কার জানার মধ্যে অজানারে ...
এ যে অপ্রিয় সত্য মন না মানা
সবার জন্যে খাঁটি চেনা কি অচেনা l

কথা দিয়েছিল রাঙামাসি
এক ছুটে সে আসবে দৌড়ে
যখনই আমি ডাকবো তাঁরে l
বলেছিলো , 'মেঘ,করিসনি  চিন্তা ,
তোর ডাকে সাড়া পাবি যখন তখন
ঠিক,কথা দিলাম তা '
কই , রাখেনি তো সে তাঁর কথা !

কথা দিয়েছিল  সই,
'মেঘ,বছরে বছরে তোকে না দেখে থাকি কই '
বলেছিলাম,'মনে রাখিস সই ,কথা দিলি তুই '
বলেছিল হেসে ,'আরে বাবা ,থাকবে মনে ...
আমরা যে মেঘ-মালা  সই '
কবে কখন যে মেঘ-মালা ছিন্ন হ'লো !
কথা দেওয়া কবে ফুরোলো ....
মনে মনে ডাকি , সই ,আজ তুই কই !?
তুইও রাখলিনা  কথা !
কি করে বুঝাই এ কেমনতর ব্যথা !

কোন এক শুভক্ষণে , ঠিক আছে আজও মনে
কথা দিয়েছিল সে বাসরঘরে ,
তোমার জন্য থাকবে সময় চিরটা কাল ---
কথা দিলাম ! আজ ,কাল , পুরো জীবত্কাল ,
বছর ঘুরতে না ঘুরতেই প্রকট  হলো ব্যস্তরূপ !
দিনে দিনে দেখলাম কত স্বরূপ  !
আজ যে নেই সেই আবেশের কাল
আশাহত হয়েই একাকীত্বে আজ হয়েছি বেহাল !

মন, ফিরে ফিরেই  মনে করা ,
না চাইতেও তোমায় মনে পড়া.....
কথা দিয়েছিলে তুমি ,
প্রতিদিন অন্তত একবার হবে কথা ,
কিন্তু ব্যস্ততার ভিড়ে নানা অজুহাতে রইল না সে কথা !
আমিও কেমন নিরুপায়  ,লাচার হয়ে মেনে নিলাম তা ...
সেই প্রথম তুমিই শিখিয়েছিলে মন ,কথা  দিয়ে ভুলে যাওয়া !
বিদেশ যাবার বেলা কথা দিয়েছিলে তুমি ,
প্রতি সপ্তাহে একটি চিঠি লেখবে বলে ,
কিন্তু ক'টা  দিন যেতেই  বাহানার  তালে ব্যস্ততার জালে
সাপ্তাহিক হ'লো মাসিক তারপর ধীরে ধীরে ষাণ্মাসিক !
আন্তরিক হ'লো বাহ্যিক !
আস্তে আস্তে মানিয়ে ও বুঝিয়ে নিলাম মনকে ,
প্রমিসেস আর মেড টু বি ব্রোকেন !
এ যে এক অযাচিত তথ্য !  চির সত্য ....

সব সম্পর্ক ফিকে হয় সময়ের তোড়ে !
শূন্যস্থান পূর্ণ হয় নিত্য-নূতন  গড়ে
বর্তমান উধাও হয় পুরোনোর তরে ,
তবুও মধুর স্মৃতি হানা দেয় !
ব্যথা দেয় মর্মে মর্মে গোপনে  অন্তরে !
বুঝিয়ে দেয় শিখিয়ে দেয় সেই না চাওয়া সত্য .....
কতদিন কে মনে রাখে কা'রে  প্রাণটি ধরে !

                --------------------------

   (ঝোড়োমেঘ)
                 শিলং 

কোন মন্তব্য নেই: