“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১২ আগস্ট, ২০১৮

মানুষ কাহিনি


    ।।  এম রিয়াজুল আজহার লস্কর ।।
(C)Image:ছবি













কটা মানুষ জেলে থাকে, একটা মানুষ বনে।
একটা মানুষ সহজ সরল থাকে সবার মনে।।
একটা মানুষ হয়নি মানুষ বাঁচছে হয়ে ছাগল।
একটা মানুষ বকছে বসে হয়েই আছে পাগল।।
@
শব্দ তরঙ্গ,  পৃষ্ঠা নং ৮
( কপিরাইট সংরক্ষিত ) 

কোন মন্তব্য নেই: