।। রফিক উদ্দিন লস্কর ।।
ইতিহাস ধরে রেখেছে
সব প্রমাণ ও সাক্ষী
তবু ও জানা হলো না...
আমি কে? কোথায় থাকি! আমি কি স্বাধীন!
কথা বলতে গেলে টুঁটি চেপে ধরে,
চল্লিশ লক্ষের আকাশ কালো মেঘে ঢাকা।
দুরাশায় ঘিরে রেখেছে চারপাশ
এলোমেলো সব, কিছুতেই কিছু হয়না
আমি আটকে গেছি.....
আমি বারবার হেরে যাই,
এখনো দিতে পারিনি আমার পরিচয়।
এই মাটিতে জন্ম, এখানেই বেড়ে ওঠা
তবু ও আমায় তকমা দেয়া,
বয়স টানছে কিন্তু ডিটেনশন ক্যাম্পে
বাইরের জগত দেখার নেই স্বাধীনতা।
তবু ও জানা হলো না...
আমি কে? কোথায় থাকি! আমি কি স্বাধীন!
কথা বলতে গেলে টুঁটি চেপে ধরে,
চল্লিশ লক্ষের আকাশ কালো মেঘে ঢাকা।
দুরাশায় ঘিরে রেখেছে চারপাশ
এলোমেলো সব, কিছুতেই কিছু হয়না
আমি আটকে গেছি.....
আমি বারবার হেরে যাই,
এখনো দিতে পারিনি আমার পরিচয়।
এই মাটিতে জন্ম, এখানেই বেড়ে ওঠা
তবু ও আমায় তকমা দেয়া,
বয়স টানছে কিন্তু ডিটেনশন ক্যাম্পে
বাইরের জগত দেখার নেই স্বাধীনতা।
=============
নিতাইনগর,হাইলাকান্দি
(আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন