।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
একদিন চিন্তাশীল তুমি জীব, নিজের
ভেতর পশুর ভাগ কমিয়ে জন্ম দিয়েছিলে মানুষ। সেই মানুষ নামক অংশে অদৃশ্য কোমল নদীর
প্রবাহ ছিল। কষ্ট আর ভালোবাসার ঋতুতে আঘাত পেলে আহত হতো। ঢেউয়ের পর ঢেউ উঠতো।
দুচোখ পথে লাফিয়ে বেরিয়ে এলে ধরা দিতো অন্য মানুষের কাছে। সেই মানুষের ভেতরেও
উঠতো ঢেউ। এখন বদলে গেছে মনোজগৎ।
তুমি
মানুষের সেই নদী, বয়ে বেয়ে শুকিয়ে নিজ পথেই আত্মঘাতী হলে। বহুদূর
এখানে জন্ম নিয়েছে পাথর। অসময়ের বাতাস উষ্ণতা পাথর ভাঙে, ধুলো
ওড়ায় জীবনের। মনোঘরে আঁচড় কেটে রেখে যাও পথের চিহ্ন। মনোভূমি বলে-- বদলে গেছে
মানুষের ভেতর মানুষাংশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন