“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

কমরেড

।। সুপ্রদীপ দত্তরায় ।।







মরেড, লাল সেলাম ।
তোমার অন্তিম যাত্রায় ---
যে যাত্রা পথের সমাপ্তি হলো আজ,
 
আগামী প্রজন্মের তাই হোক পথনির্দেশিকা ।
যে সততা , মূল্যবোধের পরিচিতি
তুমি একে দিলে আমাদের বুকে ,
 
একজন ভারতবাসী হিসেবে
 
এ আমার এক অনন্য
  অনুভূতি ।
তোমাকে লাল সেলাম ।
কমরেড ----
দুঃখিত,
  ক্ষমা করে দিও, 
তোমাকে কমরেড বলি সে অধিকার কোথায় ?
 
আমাদের রক্ত যে গাঢ় লাল নয়
 
বেনো জল মিশে, হালকা সে রঙ,
হয়তোবা গেরুয়া কিংবা মরে কালো হয়ে গেছে ।
রাজপাট দখলে আমরা মহাশক্তিধর শকুনি
 
স্বার্থের দ্বন্দ্বে ক্রমাগত কুব্জতর হচ্ছি,
 
তোমাকে সাথী বলি সে অধিকার কোথায়?
 
তবুও বলি হে অগ্রজ, হে প্রাজ্ঞ সাংসদ,
স্বার্থের দীনতায় যে মূল্যায়ন হয়নি
কালের চক্রে তার কোন মূল্য নেই
ইতিহাস সত্যেরে জানে, করে সঠিক বিচার ।
সত্যেরই হবে জয়, নিশ্চয় ।
আপামর ভারতবাসীর সাথে
 
এ আমার, আমাদের, সবার দৃঢ় অঙ্গীকার ।


কোন মন্তব্য নেই: