“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ৮ আগস্ট, ২০১৮

কিছু কথা তোমার জন্য- ৩৫

।। অভীক কুমার দে ।।

এ' আকাশের যেটুকু স্থান খালি
অবতলতায় আকর জমা করি।

ভেতর জানে ভেতর খবর
পিঠ গলিয়ে বুক মেলেছি বৃত্তে

এখনও যন্ত্রণায় ভেতর জ্বলে
আগ্নেয়মুখে রক্ত বেরোয়
তবুও উত্তাপ কমে না ওদের !

ভেবেছি এককগুলো মিলে এক হবে
অথচ আকরগুলো পৃথক হতে চায় !

গোপনে শরীর শুষে আর জলবিন্যাস
মেঘ, এবার মেলে ধরো জলচাদর
আঘাত করো বুকে
ক্ষত ভিজিয়ে বিক্ষত করো
ভাগ হবার কৌশল যত মুছে যাক।

কোন মন্তব্য নেই: