।। অভীক কুমার দে ।।
এ' আকাশের যেটুকু স্থান খালি
অবতলতায় আকর জমা করি।
ভেতর জানে ভেতর খবর
পিঠ গলিয়ে বুক মেলেছি বৃত্তে
এখনও যন্ত্রণায় ভেতর জ্বলে
আগ্নেয়মুখে রক্ত বেরোয়
তবুও উত্তাপ কমে না ওদের !
ভেবেছি এককগুলো মিলে এক হবে
অথচ আকরগুলো পৃথক হতে চায় !
গোপনে শরীর শুষে আর জলবিন্যাস
মেঘ, এবার মেলে ধরো জলচাদর
আঘাত করো বুকে
ক্ষত ভিজিয়ে বিক্ষত করো
ভাগ হবার কৌশল যত মুছে যাক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন