“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

গরীবের আত্মকথা


।। রফিক উদ্দিন লস্কর।।
   

(C)Image.ছবি









নিঃস্বদের খাবার অভাব
নেইকো তাদের ঘর,
ছায়া সঙ্গী দুঃখ তাদের
থাকে জীবন ভর।
পথে পথে ঘুরছে শুধু
পেতে একটি কাজ ,
কামাই করতে সৎ পথে
নেইকো কোন লাজ।
থাকার মতো জায়গা নেই
গরম কিংবা শীতে,
কষ্ট করে রাতটা কাটায়
ষ্টেশনে বা ফুটপাতে।
শীর্ণ দেহে অল্প কাপড়
কেউ করে যে  ভিক্ষা ,
অসুখ বিসুখ হলে পরে
কে করিবে রক্ষা !
দুঃখ নিয়ে জন্ম যাদের
দুঃখের সাথে লড়ে ,
ছিন্নভিন্ন জীবন তাদের
কাল বোশেখির ঝড়ে।
তারা মানুষ আমরা মানুষ
মরার পরেই লাশ,
তাদের কাছে মানব জনম
ঘটালো সর্বনাশ ??
===========

০৯/০৮/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি
(আসাম)

কোন মন্তব্য নেই: