“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

পিত্তরস

।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি










সেই তখন থেকেই দাঁত মেজে আসছি !
খাবারের কথা মনে পড়লেই পিত্তরস জমে।
রসিকের তিক্ততা শরীর খেতে জানে,
চিবিয়ে খায়।
কষিয়ে খায়।
রসিয়ে খায়।
আমাদের সেই শুরু থেকেই কান্না,
মা বলতো-- আর না, ভীষণ ব্যথা বুকে।
দুধের দাঁত পড়ে দাঁতাল হলাম, তবু
দাঁত মেজেই চলছি এখনও।
অপুষ্ট মা'র বুক ভালো চুষতে পারিনি বলে
মেজেই চলছি, দাঁত !
ডান থেকে বামে,
বাম থেকে ডানে,
এখন তো রাম জানেন দাঁতের
কী দশা।
কেউ খেতে পারলো কি পারলো না তাতে কী !
পিত্তরস আসমুদ্রহিমাচল।


কোন মন্তব্য নেই: