।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
দুটি
উপন্যাস। জীবন ও বাস্তু। দুটোই ধারাবাহিক। অভ্যন্তরীণ মিল বাইরে ভেতরে।
চরিত্র বোঝার আগেই শেষ লাইন শেষ হয় !
চরিত্র বোঝার আগেই শেষ লাইন শেষ হয় !
উপসর্গগুলো
ঘেঁটে দেখি--
এক দেশে ঘুরছে অনেক দেশ। শূন্য সীমানায় লাশের বসতবাড়ি।
কেউ ভাগের দাগ কাটে, কেউ হারায় ভিটা, হারায় হাঁড়িকুড়ি।
এক দেশে ঘুরছে অনেক দেশ। শূন্য সীমানায় লাশের বসতবাড়ি।
কেউ ভাগের দাগ কাটে, কেউ হারায় ভিটা, হারায় হাঁড়িকুড়ি।
ধর্ম
তোমার যেমন ওদেরও আছে।
কারো ধর্ম মারণ- মরণ,
কারো ধর্ম মানুষ গড়ে।
কারো ধর্ম মারণ- মরণ,
কারো ধর্ম মানুষ গড়ে।
মানুষ
শব্দের অর্থ ধার্মিক নয়। ধর্ম মানুষের।
বুকের চাতাল ঘুরে দেখো--
মানুষেরই ঠাঁই নেই,
মানসে তবে কোন ধর্মরোগ ?
বুকের চাতাল ঘুরে দেখো--
মানুষেরই ঠাঁই নেই,
মানসে তবে কোন ধর্মরোগ ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন