।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
নিজের
স্থির ছবি দেখলেই
ভয়ে ভয়ে নিজের ভেতর ঢুকি,
ডুব দিয়ে আসি গভীরে
আরও গভীর জীবনজলে,
ভয়ে ভয়ে নিজের ভেতর ঢুকি,
ডুব দিয়ে আসি গভীরে
আরও গভীর জীবনজলে,
এখানে
অনেক গভীরতা, অচেনা আমি
বুঝতে পারি ভেতর খুঁড়ে--
খুঁড়ে খুঁড়েই অস্থির ডুবুরি বাতাস
শরীর ছেড়ে শরীরে চোখ রাখে
ছবির স্থির চোখ দেখে হাঁপিয়ে ওঠে নিঃশ্বাস।
বুঝতে পারি ভেতর খুঁড়ে--
খুঁড়ে খুঁড়েই অস্থির ডুবুরি বাতাস
শরীর ছেড়ে শরীরে চোখ রাখে
ছবির স্থির চোখ দেখে হাঁপিয়ে ওঠে নিঃশ্বাস।
বন্ধ
দমের দরজা ঠেলে কেউ
একসময় বেরিয়েও যায়,
অতঃপর চোখের চোখ হাসে তো হাসে
কাঁদে যদি কাঁদে নিজের মৃত্যু- মহড়ায়,
দুই ছবির এক আমি তখনও ভেতর খুঁড়ি
জানি, একদিন সব রঙ শুষে নেবে চোখ।
একসময় বেরিয়েও যায়,
অতঃপর চোখের চোখ হাসে তো হাসে
কাঁদে যদি কাঁদে নিজের মৃত্যু- মহড়ায়,
দুই ছবির এক আমি তখনও ভেতর খুঁড়ি
জানি, একদিন সব রঙ শুষে নেবে চোখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন