।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
নীল আঁচলে ঢাকা
হাওয়াঘর। ছুটন্ত বৃত্ত। প্রতিরোধক শূন্যতায় জিজ্ঞাসার নদী বহুদূর।
জিজ্ঞাসার ভেতর
চিন্তার ভ্রূণ। যদিও জল- বায়ুর প্রেমে অদৃশ্য নদী, তবু নদীপথ। বৃত্ত ছোঁয় ভ্রূণ।
প্রতিটি চিন্তার
জটিলতায় প্রসব ব্যথা। জন্মায় অসংখ্য চিন্তাশিশু। জিজ্ঞাসার ভার বাড়ে।
খোলসের ভেতর বড়
হয় অনুভূতির মৌনজাল। মৌনজালে জেগে থাকা শিশুর চিন্তা বুঝতে পারে---
চিন্তাকে লালন করে যে মা,
সে কোনো চিহ্নিত লিঙ্গের নয়।
চিন্তাকে লালন করে যে মা,
সে কোনো চিহ্নিত লিঙ্গের নয়।
হাওয়াঘর থেকে
একটি আঁচল চেনা যায়। ছুঁতে গেলেই সরে যায়। হারিয়ে যায় জিজ্ঞাসার অতল গভীরে আর
অনুভবে রেখে যায় মায়াভরা নীল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন