।। অভীক কুমার
দে ।।
এতগুলো
বছর পরও নিজেই নিজের বন্ধু হতে পারিনি এখনও। ভোরের আমি সকাল পেরোতেই অসহিষ্ণু হয়ে
উঠি। অথচ তুমি যখন বন্ধু বলো, তোমাকেই পরিচিত মনে হয় বেশি। এই আমি
কেমন আমি, নিজেই নিজের ছদ্মবেশী !
তোমার
ভেতর আমি কেবল আমার আমি'র নিষ্প্রাণ প্রতিফলন। যখন তোমার খুব প্রয়োজন আমার,‘তুমি’ তোমার জন্য সক্রিয় হয়ে ওঠে এবং ‘আমি’র পতন দেখি।
বহিষ্কৃত
আমি বারংবার কড়া নাড়ি তোমার বুকে। একটি ক্ষীণ আলোয় গাঢ় অন্ধকার জড়িয়ে স্থির
তুমি,
মৌনব্রতী। হতাশ আমি মুখ ফিরিয়ে দেখি--
পেছনে অসংখ্য ছায়ামুখ আমার, মিলিয়ে নিচ্ছে ছবি।
পেছনে অসংখ্য ছায়ামুখ আমার, মিলিয়ে নিচ্ছে ছবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন