।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
কেউ সুতো মনে করতে পারো, আসলে রাখি একটা সূত্রের নাম। এক ঠাকুর জানতেন, রাখির সুতোয় আত্মার জোড়া দিলেই মানুষের আত্মীয় হবে দেশ, দেশের মানুষ এবং মানুষের দেশ হবে। এই সূত্র ধরেই তুমি আমি আর নিরপেক্ষতা।
কেউ হয়তো সূত্র বুঝতে পারেনি বলেই
ভুল অঙ্ক কষে গণিত- অজ্ঞ। ভুল সূত্রে রাখি অতি সাধারণ মেয়ে হয়ে কারো অকেজো হাতে অথবা কোনো অন্য ধারায় হাতের কবজি খোঁজে। ওখানে শক্তির প্রতিযোগিতা। নিজেই নিজের দ্বন্দ্বময়।
ভুল অঙ্ক কষে গণিত- অজ্ঞ। ভুল সূত্রে রাখি অতি সাধারণ মেয়ে হয়ে কারো অকেজো হাতে অথবা কোনো অন্য ধারায় হাতের কবজি খোঁজে। ওখানে শক্তির প্রতিযোগিতা। নিজেই নিজের দ্বন্দ্বময়।
বস্তুজগৎ বলে ক্ষমতার কথা। ক্ষয়িষ্ণু সব। সুতোর যেমন পচন আছে, আত্মাও মুক্তি চায়। বস্তুবাদের নিয়মেই ঢিলেঢালা বাঁধন এবং বিপরীতধর্মীতায় পূবের পথেই হাঁটে।
মনের মানুষ চোখের জলে,
ফেঁসে আছি কে কার কলে !
মনের মানুষ চোখের জলে,
ফেঁসে আছি কে কার কলে !
আবার কোনো ঠাকুর এলে রাখির সুতো বদল হবে, এমন ত' আত্মা বলে না ! বরং নতুন করে সুতো পাকাই, মনসুতো এবং জড়িয়ে যাই বন্ধনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন