।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
তোমাদের
পরিচয় ?
--- অর্ধ- পরিচিত তোমাদের নিঃসম্বল নাগরিক।
--- অর্ধ- পরিচিত তোমাদের নিঃসম্বল নাগরিক।
তোমরা
কি স্বদেশী নও ?
--- মনে হয় ছিলাম কোন একদিন, এখন অপূর্ণতা...
--- মনে হয় ছিলাম কোন একদিন, এখন অপূর্ণতা...
কেন
?
--- সেই রাতটা যেই পেরিয়ে হিমতলার দখল পেলে
অমনি কখনও বঙ্গজলে ডুবন্ত আমরা,
কখনও ঘুর- পথে পাকে- চক্রে পাকের বিপাকে।
--- সেই রাতটা যেই পেরিয়ে হিমতলার দখল পেলে
অমনি কখনও বঙ্গজলে ডুবন্ত আমরা,
কখনও ঘুর- পথে পাকে- চক্রে পাকের বিপাকে।
কোথায়
ছিলে এতদিন ?
--- তোমরা ভুলে গেছো, তারপর কত কী ধর্ম- কলা
কৌশলে খাওয়া...
অনুমানের বন্ধনী টপকে খুঁজেছি আত্ম- ধর্মতলা।
--- তোমরা ভুলে গেছো, তারপর কত কী ধর্ম- কলা
কৌশলে খাওয়া...
অনুমানের বন্ধনী টপকে খুঁজেছি আত্ম- ধর্মতলা।
এখন
তো একই আমরা, কি বলো ?
--- না।
আমরা তোমাদের যৌবনই দেখি,
হিমালয় থেকে কন্যাকুমারী
সবাই সেজে থাকো,
অথচ গায়ে জল ছোঁয়াতে কত কি চিন্তা !
আমরা এখনও সেই...
চীন- জাপানের প্রলয় আসে প্রেমিকের মতই,
সুখসাগর খুঁজে কত ইন্দিরা পয়েন্ট পালিয়ে যায় গোপনে...
সেই রাতের পর থেকে---
কোথাও বেওয়ারিস দখল- বন্দী নাগরিক নামের শ্রমিক;
এখনও তুষারগিরি পথে ধেয়ে আসছে আগ্নেয়াস্ত্র আর সন্ত্রাসী
যেখানে বিদূষকের চুক্তি- যুক্তি কালক্রমে সর্বনাশী।
--- না।
আমরা তোমাদের যৌবনই দেখি,
হিমালয় থেকে কন্যাকুমারী
সবাই সেজে থাকো,
অথচ গায়ে জল ছোঁয়াতে কত কি চিন্তা !
আমরা এখনও সেই...
চীন- জাপানের প্রলয় আসে প্রেমিকের মতই,
সুখসাগর খুঁজে কত ইন্দিরা পয়েন্ট পালিয়ে যায় গোপনে...
সেই রাতের পর থেকে---
কোথাও বেওয়ারিস দখল- বন্দী নাগরিক নামের শ্রমিক;
এখনও তুষারগিরি পথে ধেয়ে আসছে আগ্নেয়াস্ত্র আর সন্ত্রাসী
যেখানে বিদূষকের চুক্তি- যুক্তি কালক্রমে সর্বনাশী।
আজকাল
কোথায় থাকো ?
--- শুনেছি কোন এক নির্ভীকের মুখে
"প্রাণ বাঁচিয়ে, রাত কাটিয়ে প্রভাত আলোয় দেখি---
সব সীমানায় ফণা তুলে শুয়ে আছে ফণী,
কখনও লা- ওয়ারিশ, কখনও আমদানি---
এপারের এক অস্বীকৃত পাহাড়ীওয়ালা আমি;
ওরা সর্বনাশী, তোরা স্বয়ং- নাশী..."।
--- শুনেছি কোন এক নির্ভীকের মুখে
"প্রাণ বাঁচিয়ে, রাত কাটিয়ে প্রভাত আলোয় দেখি---
সব সীমানায় ফণা তুলে শুয়ে আছে ফণী,
কখনও লা- ওয়ারিশ, কখনও আমদানি---
এপারের এক অস্বীকৃত পাহাড়ীওয়ালা আমি;
ওরা সর্বনাশী, তোরা স্বয়ং- নাশী..."।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন