“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২০ আগস্ট, ২০১৮

আক্রোশ


।।  রফিক উদ্দিন লস্কর ।।

(C)Image:ছবি













প্রতিনিয়ত শব্দের ধর্ষণ
ফালা ফালা কোমল দেহ,
নিঃশব্দের তন্দ্রা...
 
আহাজারিতে নিশার অবসান।
কর্ণকুহরে প্রতিধ্বনিত
মিছিলের পদধ্বনি, আর
বেআবরু মুখের হুংকার।
নগ্ন পায়ে ধুলোর আস্তরণ
 
ফুলশয্যার রাতে বিস্ফোরণ।
শিউরে উঠে, শিরা উপশিরা
 
নিস্তেজ বিবস্ত্র দেহ
 
তবুও আক্রোশে দন্তাদন্তি ।
শ্বেত বসনে রক্তচক্ষুর তীর
বিদীর্ণ অন্তরের ছায়ামহল।
________
নিতাইনগর,হাইলাকান্দি
 
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: