(C)Image:ছবি |
আমার শহর ঢেকে যাচ্ছে গাঢ়
কুয়াশায়
জমাট ক্ষোভের মত বিষণ্ণ
কুয়াশায়
ঢেকে যাচ্ছে আমার শহর
যে কোন সময় বিস্ফোরণ হতে
পারে
ভয়াল বিস্ফোরণ—অন্তর্নিহিত কথার।
উৎসব শেষে যারা ফিরেছে ঘরে
তারা কেউ আনন্দিত নয়।
কেউ শোকগ্রস্ত নয়, যারা
এইমাত্র ফিরে এল টাটকা
কবরে
তাজা ফুল ছড়িয়ে ।
শোক ও সুখ সমার্থক আজ।
ক্রিয়া-প্রতিক্রিয়াহীন
স্থবির সময়
ঢেকে
যাচ্ছে ধুসর কুয়াশায়
গাছের
পাতা অস্বীকার করেছে বাতাসের গতি
নদীজল
স্থির চিত্রের মত শুয়ে আছে
চলাচল
ভুলে।
আগ্নেয় লাভায় রুদ্ধ সভ্যতার পটভূমে
জন্মায়
না ইতিহাস।
প্রাগৈতিহাসিক প্রাণীর ধুম্রনিঃশ্বাসে
ক্রমশ; অস্পষ্ট জীবনের অবয়ব।
তবু হে অলৌকিক করপুট
তুলে নাও জীবনের বীজ ও
সংগ্রাম
শুরু হোক, প্রেম ও প্রাপ্তির
আশ্চর্য অধ্যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন