।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
আমি দেশ ! বেশ আছি,
মাটি আছে খাঁটি নেই,
স্বাস্থ্য আছে সুস্থ নেই,
দৃশ্য আছে দৃষ্টি নেই।
মাটি আছে খাঁটি নেই,
স্বাস্থ্য আছে সুস্থ নেই,
দৃশ্য আছে দৃষ্টি নেই।
আমি দেশ ! বেশ আছি,
ধর্ম আছে কর্ম নেই,
মন্ত্র আছে যন্ত্র নেই,
অস্ত্র আছে বস্ত্র নেই।
ধর্ম আছে কর্ম নেই,
মন্ত্র আছে যন্ত্র নেই,
অস্ত্র আছে বস্ত্র নেই।
আমি দেশ ! বেশ আছি,
সেবক আছে সেবা নেই,
রীতি আছে নীতি নেই,
ধ্বংস আছে সৃষ্টি নেই।
সেবক আছে সেবা নেই,
রীতি আছে নীতি নেই,
ধ্বংস আছে সৃষ্টি নেই।
আমি দেশ ! বেশ আছি,
যাপন আছে জীবন নেই,
খাদক আছে খাদ্য নেই,
লোক আছে মানুষ নেই।
যাপন আছে জীবন নেই,
খাদক আছে খাদ্য নেই,
লোক আছে মানুষ নেই।
কাঁটাতারে ঘিরে মাটি আমি মাটি, বাকি সব জলে।
আমি দেশ ! বেশ আছি। ভালোই আছি।
আমি দেশ ! বেশ আছি। ভালোই আছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন