।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
সুখ
বলে--
স্বপ্নগুলো পাথর সমান ধাঁধাবনের ধন,
সারাজীবন পাথর ভেঙে গুঁড়ো হলো মন।
স্বপ্নগুলো পাথর সমান ধাঁধাবনের ধন,
সারাজীবন পাথর ভেঙে গুঁড়ো হলো মন।
শান্তি
বলে--
কেউ ঝাড়ে উড়োধুলো কারো জ্বালা চোখের,
কেউ পাড়ে সুখের তারা, রক্ত আমার বুকের।
কেউ ঝাড়ে উড়োধুলো কারো জ্বালা চোখের,
কেউ পাড়ে সুখের তারা, রক্ত আমার বুকের।
মন
বলে--
আমি দুখের দিন গুণে যাই চোখের ধারাজলে,
কলের তলায় বালির কষ্ট যেমন ধারায় কলে।
আমি দুখের দিন গুণে যাই চোখের ধারাজলে,
কলের তলায় বালির কষ্ট যেমন ধারায় কলে।
জীবন
বলে--
পাথর ভেঙে পাথর হলি কলির গায়ে কলি
শোকের মতোই সুখ ভোগ দুখেই সুখী হলি।
পাথর ভেঙে পাথর হলি কলির গায়ে কলি
শোকের মতোই সুখ ভোগ দুখেই সুখী হলি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন