“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮

ভেতর খবর

।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি









সুখ বলে--
স্বপ্নগুলো পাথর সমান ধাঁধাবনের ধন,
সারাজীবন পাথর ভেঙে গুঁড়ো হলো মন।
শান্তি বলে--
কেউ ঝাড়ে উড়োধুলো কারো জ্বালা চোখের,
কেউ পাড়ে সুখের তারা, রক্ত আমার বুকের।
মন বলে--
আমি দুখের দিন গুণে যাই চোখের ধারাজলে,
কলের তলায় বালির কষ্ট যেমন ধারায় কলে।
জীবন বলে--
পাথর ভেঙে পাথর হলি কলির গায়ে কলি
শোকের মতোই সুখ ভোগ দুখেই সুখী হলি।


কোন মন্তব্য নেই: