“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫

তাড়না


।। লক্ষ্মণ কুমার ঘটক।।

(C)Image:ছবি














ক্রোধ জমে জমে যে বস্তুটি সৃষ্টি হয়,
তাতে কতটা জলীয় বাষ্প থাকে
তার সন্ধান এখনও চলছে।
আমাকে তাড়িত করো না,
বরং আহত করো
মৃত্যুর জন্য দ্বিধান্বিত নই আমি।
ক্রোধের বাষ্পে চালগুলো ফুটতে ফুটতে
কখন যেন ডাকে,
নিয়ে যা
এইটুকুই তোর প্রয়োজন।
কি দিয়ে সান্ত্বনা দেবো,
আমি তার পাশে নেই;
কোথায় এসেছি জানতে পথ চলেছি
বনকে এড়িয়ে,
মনকে ছাড়িয়ে,
ডুবে যাই এঁদো পুকুরে
কে ভালোবাসে ক্রোধ
জানি না,
কে ভালোবাসে জীবন
জানি না,
কে ভালোবাসে মরণ
জানি না
কেউ কি জানে?
জানি না, কতটা ভালোবাসলে
ক্রোধের তাড়না আত্মস্থ করা যায়

কোন মন্তব্য নেই: