“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫

শেষ আশ্বিনে


.....চিরশ্রী দেবনাথ

(C)image:ছবি
যাপন যামিনী, যামিনী যাপন
নিদাঘের ঘাম ছুঁয়ে নিহত কাশের বন
এভাবে কও কেন, শেষ আশ্বিন
কাইন্দা মরো হলুদ মাঠে
হেমন্ত ঋতুতেই শিশির ছুঁইলা মন
ডাহুক বড়ো বেহায়া পাখি তুমি
মধ্যযামেই পরিযায়ী হও
বাকিদিনে কী করো, কী করো?
বাজাইতে সাধ বুঝি একতারা
বাউল হওয়া জানে কয়জনা !   
ধুইয়া রাখো গো মনপাখি
তার চোখে দাও কার্তিকের  ঘুম।

কোন মন্তব্য নেই: