.....চিরশ্রী দেবনাথ
(C)image:ছবি |
নিদাঘের ঘাম ছুঁয়ে নিহত কাশের বন
এভাবে কও কেন, শেষ আশ্বিন
কাইন্দা মরো হলুদ মাঠে
হেমন্ত ঋতুতেই শিশির ছুঁইলা মন
ডাহুক বড়ো বেহায়া পাখি তুমি
মধ্যযামেই পরিযায়ী হও
বাকিদিনে কী করো, কী করো?
বাজাইতে সাধ বুঝি একতারা
বাউল হওয়া জানে কয়জনা !
ধুইয়া রাখো গো মনপাখি
তার চোখে দাও কার্তিকের ঘুম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন