।। লক্ষণ কুমার ঘটক।।
সবুজ যখন গাঢ় সবুজ হয়ে ধূসরের দিকে যাত্রা করে তখন
মানুষেরা অতিমানুষ হওয়ার চেষ্টায়
জীবনটাকে হ্যারিকেনের কাঁটার
মতো ডানদিকে ঘোরায়।
ঘুরিয়েই চলে সেইসময় অব্দি
হ্যারিকেনের চিমনিতে এক চিলতে কালো
লেপ্টে যাচ্ছে,
নীচের দিক আসছে
নি:শব্দে দুর্মর গতিতে।
তারপর কিছুই ঘুরে না
এমনকি কাঁটা সলতে চিমনি,
শুধু তলানিতে পরে থাকে
কয়েক ফোঁটা কেরোসিন।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন