“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

কিছুই থাকে না


।। লক্ষণ কুমার ঘটক।।



















বুজ যখন গাঢ় সবুজ হয়ে ধূসরের দিকে যাত্রা করে তখন
মানুষেরা অতিমানুষ হওয়ার চেষ্টায় জীবনটাকে হ্যারিকেনের কাঁটার
মতো ডানদিকে ঘোরায়।
ঘুরিয়েই চলে সেইসময় অব্দি
হ্যারিকেনের চিমনিতে এক চিলতে কালো
লেপ্টে যাচ্ছে,
নীচের দিক আসছে
নি:শব্দে দুর্মর গতিতে।

তারপর কিছুই ঘুরে না
এমনকি কাঁটা সলতে চিমনি,
শুধু তলানিতে পরে থাকে

কয়েক ফোঁটা কেরোসিন।।

কোন মন্তব্য নেই: