(C)Image:ছবি |
।। শিবানী দে।।
অপরাহ্ণে ১
এখনো তো হয়নি আঁধার,
এখনো অনেক বেলা বাকি,
সূর্যাস্তের রঙ দেখবার
এ সুযোগ ছেড়ে যাবে নাকি?
পাখির কুলায় বাঁধা হল,
শাবকের ডানা মজবুত,
এখনি উড়াল দেবে তারা,
তখনি তো ফুরসত জুত ।
দানা খুঁটে বহুকাল গেল,
এবার উপরে তোল মুখ,
নভোনীল বিস্তার থেকে
আশিসের কিরণ ঝরুক ।
অপরাহ্ণে ২
সকালে সময় থাকে ঢের,
হেসে খেলে কেটে যায় বেলা,
তারপর দিক খুঁজবার
সাথি খুঁজবার পালা ।
নীড় বেঁধে প্রজন্মের ধারা
রক্ষা করা বিধাতার দায় ,
সব কাজ শেষ হলে পর
এক কাজ বাকি থেকে যায় ।
বেঁচেছিলে সকলের হয়ে,
নিজেকে চেনোনি এতদিন,
এবার খুঁজতে যাও তাকে
আয়নার হয়ে সম্মুখীন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন