“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

বার্ধক্যদিবসের কবিতা

(C)Image:ছবি




















 ।। শিবানী দে।।
অপরাহ্ণে   

এখনো তো হয়নি আঁধার,
এখনো অনেক বেলা বাকি,
সূর্যাস্তের রঙ দেখবার
এ সুযোগ ছেড়ে যাবে নাকি?

পাখির কুলায় বাঁধা হল,
শাবকের ডানা মজবুত,
এখনি উড়াল দেবে তারা,
তখনি তো ফুরসত জুত ।

দানা খুঁটে বহুকাল গেল,
এবার উপরে তোল মুখ,
নভোনীল বিস্তার থেকে
আশিসের কিরণ ঝরুক ।


অপরাহ্ণে  

সকালে সময় থাকে ঢের,
হেসে খেলে কেটে যায় বেলা,
তারপর দিক খুঁজবার
সাথি খুঁজবার পালা ।

নীড় বেঁধে প্রজন্মের ধারা
রক্ষা করা বিধাতার দায় ,
সব কাজ শেষ হলে পর
এক কাজ বাকি থেকে যায় ।

বেঁচেছিলে সকলের হয়ে,
নিজেকে চেনোনি এতদিন,
এবার খুঁজতে যাও তাকে
আয়নার হয়ে সম্মুখীন ।

কোন মন্তব্য নেই: