(C)Image:ছবি |
।। দেবলীনা সেনগুপ্ত ।।
বিষণ্ণ প্রয়াসের মত
সন্ধ্যা নামে,
মেশে অন্তরযামে ।
প্রান্তর রেখায় পাণ্ডুর রঙ,
দিনলিপির কথকতা
মগ্ন অন্বেষণে
শিকড়ের চিহ্ন দাগ।
জন্মতিলকের মতই
অনিবার্য সে ছাপ
অস্তিত্বের আবহ –আখ্যানে।
যেখানে প্রোথিত করি মূল
বারি- বায়ু সিঞ্চনে
আভাসে ফুটে ওঠে ফুল
সে উদাসীন মাটির
দায় কে নেবে
কোন মহাপাপ
অথবা পুণ্য সুচতুর
কোন অন্তিম শ্লোক –গান?
আমি তো একাই বসেছি সখা
একাধারে গায়ক ও শ্রোতা...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন