।। শঙ্খ সেনগুপ্ত।।
কত কত মৃত্যু
কত কত হাহাকার
কত কত জন্ম
কত কত জয়গান
সূচিত এই দিবারাত্রি
নিভু নিভু আগুন ছাড়া
কি আর ধরে রাখতে
জানে,
কি আর ক্ষমতা অতি
পরিচিত সাত সুরে
তবুও আসন পাতা হয়
তবুও ধূপধুনো জ্বলে
পা মোড়ে গোল হয়ে বসে
অভ্যাসের গলায় ও
চির ধরে কখনো কখনো
শুদ্ধ ও কোমল জানে
কতটা গভীরে গেলে
উপরতলায় ফোটে
অনায়াসে, শ্রমের ফুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন