“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৪ অক্টোবর, ২০১৫

খাদের কিনারায় দাঁড়িয়ে

।। শঙ্খ সেনগুপ্ত।। 

ত কত মৃত্যু 
কত কত হাহাকার
কত কত জন্ম
কত কত জয়গান
সূচিত এই দিবারাত্রি

নিভু নিভু আগুন ছাড়া
কি আর ধরে রাখতে
জানে
কি আর ক্ষমতা অতি 
পরিচিত সাত সুরে

তবুও আসন পাতা হয়
তবুও ধূপধুনো জ্বলে
পা মোড়ে গোল হয়ে বসে
অভ্যাসের গলায় ও
চির ধরে কখনো কখনো

শুদ্ধ ও কোমল জানে
কতটা গভীরে গেলে
উপরতলায় ফোটে
অনায়াসে, শ্রমের ফুল।


কোন মন্তব্য নেই: