।। দেবলীনা সেনগুপ্ত ।।
ভালবাসার শবদেহ
বহনে ক্লান্ত কবি
খুঁজে বেড়াচ্ছেন
একফালি নাবাল জমি,
যেখানে গাছের ছায়া
ঝুঁকে থাকে রোদ মেখে,
বৃষ্টির জলধারা পরিখা আঁকে
নিশ্চিন্ত ভরসার
নিবিড় আলোর তৃষায় ,
জেগে থাকে রাতের আঁধার ।
সেইখানে
সেই পবিত্র মৃত্তিকাভূমে
তিনি পরম মমতায়
শুইয়ে দেবেন
ভালবাসার নিথর শরীর।
নিথর অথচ পচনশীল নয়,
তাকে আগুন দগ্ধ করে না
বাতাস বিদ্ধ করে না
এমনকি,জলও আর্দ্র করে না ।
তারপর...
কবি মগ্ন হবেন
প্রেমহীন যাপনে
এক নিজস্ব এপিটাফ লেখার জন্যে...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন