।। শিবানী দে ।।
মা তুমি পরিব্রাজিকা কত শত যোজন হেঁটেছ
মা তুমি পরিব্রাজিকা কত শত যোজন হেঁটেছ
অনেক ভুবন গড়ে বালি কাদা মাটি ছেনে ছেনে
অনেক ফুলের রঙ চাঁদনির রুপোর মিশেলে----
ঝড়ের নীড়ের মত ভেঙ্গে গেলে যন্ত্রণা কেঁদেছ ।
নাড়ী থেকে কতদূরে পায়ে পায়ে এগোলে জননী,
সভ্যতার আদি মাতৃগর্ভ অন্ধকার আফ্রিকার বন
উপকূল হয়ে আরবীয়, ককেশীয় মোঙ্গলীয় ভূমি,
পুরাতন সভ্যতার দীর্ঘপথ ঘুরে ঘুরে নূতন জগৎ
আবার নূতন ঘরে নবগর্ভে নূতন প্রাণের জন্ম দিয়ে
তুমি ধাত্রী ধরে রাখ পালন পোষণে । নরের
আঘাতে
ভাঙ্গে বারবার বাসা , তুমি শুধু এগোও----- এগোও ।
তুমি মা পরিব্রাজিকা আবর্তনী পুরাতন পৃথিবীর মত
আদিম বৃক্ষের তলে ইভ, নির্বাসিত স্বর্গোদ্যান হতে
আদি পুরুষের পাপে----সেই থেকে ক্রমাগত চলা
বানিয়ে নতুন নীড়, দিয়ে তৃষ্ণাজল, অন্ন, আশা:
নির্বাসিত স্বভূমির থেকে, তবু পেছন ফেরো নি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন