‘সাপলুডো’ একটি অনুচলচ্চিত্র। দীপতনয়
ঘোষের কবিতার উপরে ভিত্তি করে তৈরি। দেশে ফুটপাতে যারা বাস করে বাকি নাগরিকদের
(ধনাঢ্য এবং মধ্যবিত্ত) থেকে বিচ্ছিন্ন , জীবনে এতো সব বাধাবিঘ্নের মুখে পড়তে হয় যে বেঁচে
থাকাটাই কঠিন হয়ে পড়ে। আমরা চাইছি দূষিত জল, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অন্যান্য পরিবেশিক কারণ ওদের জীবনকে কীরকম
দুর্বিষহ করে তোলে সেই সম্পর্কে আমাদের দর্শকেরা সচেতন হোন।---দীপতনয় ঘোষ
কাস্ট:
ভারতের ফুটপাথ বাসিন্দারা
পরিচালনা, সম্পাদনা
এবং সিনেমাটোগ্রাফি
দীপতনয় ঘোষ
কণ্ঠ এবং আবৃত্তি
শর্মিষ্ঠা দাশ
শব্দ অলঙ্করণ,মিশ্রণ
এবং সম্পাদনা
তাপস ধর
গ্রাফিক্স এবং এনিমেশন
কৌশিক সমাজপতি
কলা এবং প্রযোজনা অলঙ্করণ
দেবায়ন তরফদার
বর্ণিক ধর
সারগনীল দাম
সুদীপ গোপ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন