।। নীলদীপ চক্রবর্তী।।
কখনো নীরবতাই শ্রেয় । শুদ্ধ । পরিপূর্ণ ।
প্রিয় কবির মুখোমুখি শরীর ।
বাইরে ঝমঝমে বৃষ্টির আবেশ । তবু আড়ষ্টতা ।
কবি কে বলা যায়, ‘আপনার কবিতা খুব ভালবাসি’
কারণ এর পর আর তৃতীয় সংলাপ থাকে না ।
তারচেয়ে ভাল অন্ধকারময় ব্যথায় কবির
প্রথম সংকলনের শেষ কবিতা পড়া ।
সেখানে নীরবতা মুখর হয় । কী অবলীলায়
একে একে খুলে যেতে থাকে দীর্ণতার পরত ।
আমি আর কবি একসাথে অবগাহন করি
অনন্ত চিদাকাশে । শুদ্ধতায় । পরিপূর্ণতায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন