“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

কবির সঙ্গে মুখোমুখি


।। নীলদীপ চক্রবর্তী।।


















খনো নীরবতাই শ্রেয় শুদ্ধ পরিপূর্ণ
প্রিয় কবির মুখোমুখি শরীর
বাইরে ঝমঝমে বৃষ্টির আবেশ তবু আড়ষ্টতা

কবি কে বলা যায়, আপনার কবিতা খুব ভালবাসি
কারণ এর পর আর তৃতীয় সংলাপ থাকে না ।

তারচেয়ে ভাল অন্ধকারময় ব্যথায় কবির
প্রথম সংকলনের শেষ কবিতা পড়া ।
সেখানে নীরবতা মুখর হয় । কী অবলীলায়
একে একে খুলে যেতে থাকে দীর্ণতার পরত

আমি আর কবি একসাথে অবগাহন করি

অনন্ত চিদাকাশে । শুদ্ধতায় পরিপূর্ণতায়  

কোন মন্তব্য নেই: