“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

লাল



।। শিবানী দে ।।




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 কালে রক্ত বমন করতে করতে সূর্য ওঠে,
বিকেলে রক্তক্ষরণ হতে হতে সূর্য অস্ত যায় ।
সূর্যের যক্ষ্মা হয়েছে ।
সূর্যকে কে ছুরি মেরেছে ।
সূর্যকে কে গুলি করেছে ।
সূর্য মৃতপ্রায় ।
সোনালি আভা নেই, নেই নীল-কমলার চালচিত্র ।
শুধুই লাল, লাল,  ঝল্‌কে ঝল্‌কে ভল্‌কে ভল্‌কে লাল ।
এইপ্রান্তে লাল, ওই প্রান্তে লাল
এই জমিতে লাল, ওই জমিতে লাল,
লাল আকাশ, লাল সাগর----
           সব লাল থেকে লাল মেখে, লাল উদ্গীরণ করে
সব লাল রক্তে ভাসিয়ে দিয়ে শেষে সূর্য নিজের রক্তেই ডুবে মরছে ।

কোন মন্তব্য নেই: