।। শিবানী দে ।।
সকালে রক্ত বমন করতে করতে সূর্য ওঠে,
বিকেলে রক্তক্ষরণ হতে হতে সূর্য অস্ত যায় ।
সূর্যের যক্ষ্মা হয়েছে ।
সূর্যকে কে ছুরি মেরেছে ।
সূর্যকে কে গুলি করেছে ।
সূর্য মৃতপ্রায় ।
সোনালি আভা নেই, নেই নীল-কমলার চালচিত্র ।
শুধুই লাল, লাল, ঝল্কে ঝল্কে ভল্কে ভল্কে লাল ।
এইপ্রান্তে লাল, ওই প্রান্তে লাল
এই জমিতে লাল, ওই জমিতে লাল,
লাল আকাশ, লাল সাগর----
সব লাল থেকে লাল মেখে, লাল উদ্গীরণ করে
সব লাল থেকে লাল মেখে, লাল উদ্গীরণ করে
সব লাল রক্তে ভাসিয়ে দিয়ে শেষে সূর্য নিজের রক্তেই ডুবে মরছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন