।। নীলদীপ চক্রবর্তী।।
বিস্তীর্ণ সবুজ মাটিময়, দৃষ্টি যতদূর
শীষেরা কি আঠেরর যৌবনে এত ভরপুর
রৌদ্র সোনালি সবুজের ডগায় অহংকার
শস্যে ভরুক তবে, বিহঙ্গ উড়ুক, নির্বাক সারাদুপুর.
শস্যে ভরুক তবে, বিহঙ্গ উড়ুক, নির্বাক সারাদুপুর.
হঠাৎ কালোমেঘে আকাশ চেয়ে অশ্রু ঝরে
নির্জনে নিভৃতে পৃথিবীর শেষ প্রান্তরে
গতিময় পৃথিবী ছন্দায়িত হয় তালে তালে
তবু ছন্দহীনতায় দিনমজুরেরা গুমরে মরে ।
কালো জল সর্পিল ঢঙে ঢোকে ফসলের আঙিনায়
পিদিম জ্বেলে গৃহবধূ সন্ধ্যায় মঙ্গল কামনায়
সেই সন্ধ্যায় জোনাকিরা হয় নিশ্চিহ্ন চিরতরে
বান এসে সব নিয়ে মেশে আকাশী গঙ্গায় ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন