“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

॥ বন্যা ॥


।। নীলদীপ চক্রবর্তী।।

 
(C)Image:ছবি
















বিস্তীর্ণ সবুজ মাটিময়, দৃষ্টি যতদূর
শীষেরা কি আঠেরর যৌবনে এত ভরপুর
রৌদ্র সোনালি সবুজের ডগায় অহংকার
শস্যে ভরুক তবে, বিহঙ্গ উড়ুক, নির্বাক সারাদুপুর.

হঠাৎ কালোমেঘে আকাশ চেয়ে অশ্রু ঝরে
নির্জনে নিভৃতে পৃথিবীর শেষ প্রান্তরে
গতিময় পৃথিবী ছন্দায়িত হয় তালে তালে
তবু ছন্দহীনতায় দিনমজুরেরা গুমরে মরে ।

কালো জল সর্পিল ঢঙে ঢোকে ফসলের আঙিনায়
পিদিম জ্বেলে গৃহবধূ সন্ধ্যায় মঙ্গল কামনায়
সেই সন্ধ্যায় জোনাকিরা হয় নিশ্চিহ্ন চিরতরে
বান এসে সব নিয়ে মেশে আকাশী গঙ্গায় ...

কোন মন্তব্য নেই: