চিরশ্রী দেবনাথ
.......................
.......................
(C)Image:ছবি |
গাঙে গাঙে কে জল ভরে দিয়ে যায়,
বাউল হয়ে থাক সে , ভাসতে চায় যে।
এ মন ভাসন্ত নয় .....ভূগর্ভের মতো,
নরম স্নিগ্ধ লাভা জমে জমে
নিবেদিত অন্ধকারে ঢাকা,
তীব্র আকর্ষণে আকাশের শেষ নক্ষত্রটিকেও তার চাই,
খটখটে নদীতীরে একতারা একলা গান গায়,
সুরে বেসুরে ভেসে আসা সব কথা তুলে রাখি,
নরম স্নিগ্ধ লাভা জমে জমে
নিবেদিত অন্ধকারে ঢাকা,
তীব্র আকর্ষণে আকাশের শেষ নক্ষত্রটিকেও তার চাই,
খটখটে নদীতীরে একতারা একলা গান গায়,
সুরে বেসুরে ভেসে আসা সব কথা তুলে রাখি,
আগুনবরন শীতে সেইসব শব্দেরা,
নেশাহীন, বাস্তব হয়ে ঘুরে বেড়ায় আমার চারপাশে ...
নেশাহীন, বাস্তব হয়ে ঘুরে বেড়ায় আমার চারপাশে ...
মহুয়ারাত আমার নয়,
লবঙ্গঝাঁঝ আমায় দিয়ে যায় মশলাসুগন্ধ,
লবঙ্গঝাঁঝ আমায় দিয়ে যায় মশলাসুগন্ধ,
সব ধোঁয়া অবয়ব হবে,
একটু না হয় অপেক্ষা করি ......
একটু না হয় অপেক্ষা করি ......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন