(C)Image:ছবি |
॥ নীলদীপ চক্রবর্তী ॥
তোমরা বললেই
আমি চলে যেতে পারি সোজা
তোমরা বললেই
আমি বেঁকে যেতে পারি
তোমরা তো
বলনি শুধু শুধু বকুনি দিচ্ছ তাই
আমি কেটে নিতে, খুবলে ছিঁড়ে
নিতে পারি !
তোমরা বলতেই
বুকে বসিয়েছি ছুরি
পাকতেড়ে মারা
পাকস্থলীর অন্ত্র নিয়েছি ছিঁড়ে
তোমরা বললেই
লোহায় ফাটাবো মাথা –
বোমা টোমা
রাখবো এসে কোনও মেলার ভিড়ে ।
‘তোমরা’ বলতেই
আহ্লাদে আঠখানা আমি
দেয়ালে
দেয়ালে তোমাদের জয়গান গাথা
তোমরা দেখবে? আমি শ্রীঘরে
চললাম এই –
পর্ণকুটিরে
জননীর বুকে ছেলে হারানোর ব্যথা !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন