“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

শীতস্বপ্ন

চিরশ্রী দেবনাথ


(C)Image:ছবি
















................
মার  চাই আকুলতা,
কোথায় সেই যোদ্ধা? উদ্ধত উষ্ণীষ ! 
মাথা পেতে আছি আলোকবর্ষ দূরে, 
যেদিন সূর্যস্নাত হবো..
আমি কিন্তু সরে যাবো,
আমার বিশ্বাস বড়ো অহংকারী,
বিপ্লব তার স্বপ্ন শুধু .....শীতস্বপ্ন....
আঙুলের ফাঁকে গলে পরা ক্লেদ জ্যোৎস্না

কোন মন্তব্য নেই: